কবিতা-তোমার জন্য অপেক্ষা

তোমার জন্য অপেক্ষা
মো. মিনহাজ উদ্দিন
অপেক্ষা আর কত দিন
তোমার অপেক্ষায়,
তুমিও জান অপেক্ষার চেয়ে
মৃত্যু শ্রেয়।
তবু বেঁচে থাকার জন্য
অপেক্ষা করতে হয়,
যে রাতে একান্তই কাছে
পাবো তোমায়।
সেই অপেক্ষাতে আছি আজও
হৃদয় উজার হায়,
নিঝুম রাতে এসো আমার
মনের আঙ্গিনায়।
সারারাত অপেক্ষাতে আছি তোমারি ভাবনায়।
গ্রাম-পোস্ট-ইউপি: চরফরাদি, উপজেলা: পাকুন্দিয়া, জেলা: কিশোরগঞ্জ।
