12:34 AM, 13 November, 2025

কবিতা-রক্তক্ষরণ

IMG_20200101_123409

রক্তক্ষরণ

মো. মিনহাজ উদ্দিন

তোমার কথা যদি মনে পড়ে যায়
সেদিন আমার কষ্ট বেড়ে যায়,
বুকেরি রক্তক্ষরণ কেউতো দেখেনারে
টপটপ করে চোখে পানি ঝড়ে।

তবুও বলতে ইচ্ছে করে তোমাকেই তাই
ভালোবাসা আছে আজ কেন তুমি নাই?
নয়নের মাঝে তুমি নিয়েছ করে ঠাঁই
তোমারি ছবি হৃদয়ে এঁকে যাই।

কষ্ট ছাড়া তোমার কাছে ছিলো নাকো কিছু
আজ উপহার আমাকে দেবার মতো,
হৃদয় আমার তখন শ্বাসরুদ্ধ হয়ে আসে
বেদনার ঘণ্টা বাজে আশেপাশে।

ভাবেনি আমি এভাবে তুমি চলে যাবে
হয়ত সেদিন অজানা পারি দিতাম,
এক নায়ে আমিও তোমার সাথে
তবুও একদিন চলে যাব
কতদূরে ঐ পাড়ে।

শুধু মনে পড়বে তোমায়
আমার কবরের ঘরে,
লিখব সেখানেও তোমার কথা
বলব ভালোবাসি।

পরিচিতি: গ্রাম-পোস্ট-ইউপি: চরফরাদী, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ।