কবিতাঃ বউ কথা কও

“বউ কথা কও”
নূরউদ্দিন
বউ কথা কও হলুদ পাখি
ডাকে রাত দুপুরে,
ঘুম ভেঙ্গে যায় তার ই কান্নায়
অন্তর দহন সুরে।
বিরহ বেদনে পাখিটার মনে
আকুতি ভরা টান,
বউ টি তাহার কয়না কথা
কোন্ সে অভিমান।
মান ভাঙ্গাতে রোজ প্রভাতে
পাখিটা কেঁদে কয়,
মেনেছি তো হার খোল তব দ্বার
আর নয় অভিনয়।
বউয়ের তরে গানের সুরে
আরও কতো দিন,
ডাকবে পাখি মুছবে আঁখি
বেদনায় হয়ে মলিন।।
