
-আজিজুল হক সুমন
আমি কবিতার ছন্দে শুধু তোমারই কথা ভাবি,
আমার কবিতার শুধুই মর্মটুকু অনুধাবন করো এ নহে মোর দাবি।
আমি চাই মর্মে মর্মে আমার জন্য তোমার প্রাণ উতলা হোক,
আমার খোঁজে তোমার প্রাণ আমার প্রাণে উড়ুক।
তুমি নও শুধু আমার কবিতায় আবদ্ধ ছন্দ,
তুমি আমার রাতের ঝিলে ভেসে থাকা ফুটন্ত পদ্ম।
তুমি কি আসবে আমার অস্থির চিত্তে একটু বেড়াতে?
তোমার আশায় নিশিদিন ভাবছি কবে আসবে আমার মন পাড়াতে?
তোমায় নিয়ে ঝিলের পাড়ে হাঁটবো বেলা অবেলা,
তুমি আসবে তাই প্রাণে বইছে প্রজাপতির মেলা।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম