6:35 AM, 13 November, 2025

কালের লিখনের কবিতাঃ বাঙালিয়ানা

IMG_20190414_102942

বাঙালিয়ানা

[] কালের লিখন

আমাকে প্রশ্ন করা হলো—
কী তোমার গৌরব?
কোথায় পাও তুমি সৌরভ?
কিসে তোমার অহংকার?
কোথায় তোমার আত্মতৃপ্তি?
কোথায় তোমার জীবনের দীপ্তি;
তোমার শেকড় কোথায়?
তোমার উৎসব কবে?

আমি বললাম—
আমার গৌরব আমি বাঙালি!
আমার সৌরভ আমার ভাষা।
আমার অহংকার আমার মুক্তিযুদ্ধ
আমার আত্মতৃপ্তি বাংলার আকাশ।
আমার দীপ্তি লাল-সবুজের পতাকা!
আমার শেকড় তেরশত নদী!
আমার উৎসব পহেলা বৈশাখ!

ভিনদেশি কৃষ্টি—
ভিনমানুষের ঘোর ও সৃষ্টি টানে না আমাকে।
অন্যের উঠোনে ভিজতে আমার ভালোলাগে না।
অন্যের উৎসবে আমি প্রাণ পাই না।
আমার তো হাজার বছরের ঐতিহ্য;
আমার আছে শত-শত বছরের বাঙালিয়ানা;
আমার এখনো বোধ আছে; হইনি দৃষ্টিকানা!

আমার আছে ফসলের মাঠ—
আমার আছে সংস্কৃতির নিজস্ব পাঠ
কোথাও নেই আমার ধারদেনা;
নেই আমার অপ্রাপ্তি ও হাহাকার
আমার বিস্তৃত আকাশ ও ভূমি আছে
আমার মুক্তমনে নেই কোনো কাঁটাতার!

উর্বর জমিনের বুক—
চেনে আমার পিতামহের লাঙলের ফলা।
আমার আছে চারু-কারু ও মৃৎশিল্প
জারি-সারি-পুঁথিগানে আমার পথচলা।
ফসলের মাঠ জানে মায়ের হাসি
আমার খরা ও প্লাবন আছে
আমি প্রেমপীড়িত, নির্মম বানবাসী!
আমার গায়ের বিন্দুবিন্দু ঘাম—
এখনো উচ্চারণ করে আমার পূর্বপুরুষের নাম।
আউল-বাউল-ভবঘুরের পিঠস্থান
আমার এই বঙ্গভূমিকে করেছে মহিয়ান।
আমার আছে শত-শত লোকগান।
পীর-ফকিরের বহুরূপী মৌলিক কথ্যতান!

চৈত্রসংক্রান্তি আছে আমার
আছে আমার ফাগুনের লাল।
হেমন্ত ও শরৎ আছে প্রোজ্জ্বল
আমার ষড়ঋতু এখনো তুমুল উজ্জ্বল!
আমার নিজস্ব ফুল ও ফল আছে
আছে অজস্র গাছগাছালি; পাখির কলতান।
আমার ঐতিহ্য মহীরুহ বৃক্ষ;
নয় ঝরেপড়া পত্র কিংবা শুকনো কোনো ডাল।
আমার আছে হাডুডু, গোল্লাছুট খেলা
আছে আমার নবান্ন উৎসব, পৌষমেলা!

আমার আছে নজরুল;
রবিঠাকুর, জীবনানন্দ দাশ
আছে মাইকেল, কুদরত এ খোদা
এস এম সুলতান, জয়নুল আবেদিন
আমার শেকড় বহুদূর প্রোথিত
আমি দাওয়ায় বসে হুক্কাটানা উদাসীন!

আমার আছে ঠাকুরমার ঝুলি
চাঁদের বুড়ির চরকাকাটা গল্প;
আমি এক প্রাচুর্যের সন্তান—
আমার প্রাপ্তি ও ব্যপ্তি নয় মোটে অল্প!
আমার আছে নিজস্ব বাদ্য, করতাল-খোল;
উৎসবে পার্বণে এখনও নেচে ওঠে বাংলার ঢোল!

আমার আছে গঙাফড়িং পেঁচার চোখ
আমার আছে বিশাল হৃদয়, মমতার বুক।
আমার আছে সুষম কবিতার ঋদ্ধ-চিবুক!
আমার আছে ঘ্রাণময় ফুলের বাগান
তিল-তিশি, জাম্বুরা-জলপাই—
পুকুরভরা মাছ ও গোয়ালভরা গাই।
প্রেম আছে প্রীতি আছে, আছে ভালোবাসা
আমার চারপাশ আমিময় প্রাণপ্রাচুর্যে ঠাসা!

আমি বাঙালি, এই আমার তুমুল গর্ব;
অন্যের বীর্যে ধরেনি আমার বঙ্গমাতা গর্ভ!