2:03 AM, 13 November, 2025

কবিতাঃ পহেলা বৈশাখ

index

পহেলা বৈশাখ

হাবিবা সুলতানা

এসো এসো হে পহেলা বৈশাখ

এসো এসো হে পহেলা বৈশাখ

তোমায় পেয়ে আমার মনে, জেগেছে প্রানের উল্লাস।

শুধু তোমার অপেক্ষায় আমরা উঠেছি মেতে

শুধু তোমার ছোয়া পেতে,

তুমি না আসলে আমরা কাকে করিব বরন

তোমার মাঝে হউক আমার পান্তা ভাতের আহরন।

ঝাটকা আর ইলিশে পেয়ালা ভরা

খাওয়া দাওয়া হল সারা।

তুমি আসবে সেই প্রতিধ্বনির কথা, লেগেছে আমার কানে র্বাতা।

রমনার বটমূলে, কেউ বা যায় নদীর কূলে,

তোমার স্পর্শ লেগেছে নারীর বৈশাখী শাড়ির আচলে

লেগেছে স্পর্শ কিশোরীর কানের দুলে

লেগেছে স্পর্শ কিশোরীর গলার হারে।

লেগেছে বাশির আোয়াজ মেলায়

ভরেছে কত থালা মজাদার খাবার পেয়ালায়।

হয়েছে কত সাংস্কৃতিক অনুষ্ঠান গেয়েছে কত শিল্পী অসীম গান।

বৈশাখী মেলায় জিলাপি রেখেছে সারি সারি

সারা দিন কেনা বেচা হয় তবু যায়নি দিন পাড়ি

সন্ধ্যায় আকাশে জমেছে মেঘ আর বৃষ্টি

করেছে বৈশাখ নতুন বছরকে সৃষ্টি।

নতুন উদ্দাম নিয়ে এসেছে অবিরাম চেতনা

পুরানোকে ভুলে যেতে হবে সকল দুঃখ বেদনা

বেজেছে বীনা আর বেলা বাশির আওয়াজ।

এসো এসো নবীন দিনে হে বৈশাখ।