5:02 AM, 13 November, 2025

পলাশবাড়ীতে প্রধান শিক্ষকের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে করা অভিযোগের ভিক্তিতে তদন্ত শুরু

horinbari bidaloy news

গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধা জেলার পলাশবাড়ীর হরিনাবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনে প্রধান শিক্ষকের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে করা অভিযোগের ভিক্তিতে ও অভিযোগকারীর দাবীর প্রেক্ষিতে আজ ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার সরেজমিনে তদন্ত কাজ শুরু করেছেন তদন্তকারী কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার মাহাতাব উদ্দিন।
তদন্ত কালে অভিযোগকারী ও তার পক্ষের অভিভাবকগণ এবং অত্র বিদ্যালয়ের শিক্ষকগণের নিকট হতে লিখিত ও মৌখিক বক্তব্য গ্রহন করেন তদন্তকারী কর্মকর্তা। এসময় অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও হরিনাবাড়ী ফাঁড়ির পুলিশ অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
তদন্ত কার্যক্রমের বিষয়ে শিক্ষা অফিসারের নিকট জানতে চাইলে তিনি বলেন তদন্ত কাজ চলমান রয়েছে তদন্ত শেষে বোর্ডের চেয়ারম্যান মহোদ্বয়ের নিকট তদন্ত রিপোর্ট প্রদান করা হবে সে আলোকে যথাযথ ব্যবস্থা নিবেন তিনি।
প্রথমে সাংবাদিকদের কাছে কোন মন্তব্য করতে রাজি না হলেও পরে অভিযুক্ত প্রধান শিক্ষক জহুরুল ইসলাম জানান,তাহার বিরুদ্ধে করা অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।
এদিকে এমন মন্তব্য করার সঙ্গে সঙ্গে উপস্থিত অভিভাবকগণ ও স্থানীয়রা বলেন একজন প্রধান শিক্ষক যদি প্রকাশ্যে মিথ্যা কথা বলেন তাহলে আমাদের সন্তানেরা এদের কাছ থেকে কি শিক্ষা পাবে। এই এলাকার ও বিদ্যালয়ের সকল অভিভাকের জানা যে প্রধান শিক্ষক গোপনে মনগড়া মতো বিদ্যালয় পরিচালনায় একটি ম্যানেজিং কমিটি বোর্ডে জমা দিয়েছেন। অথচ প্রধান শিক্ষক সকলের সামনে সাংবাদিকদের বললেন উত্থাপিত অভিযোগ নাকি মিথ্যা। এসময় উপস্থিত অভিভাবকগণ সঠিক ভাবে তদন্ত করে অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্ত ম‚লক শাস্তি দাবী করেন।