নারায়ণগঞ্জের ফতুল্লায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। বাড়িটির মালিক একজন সাবেক ব্যাংক কর্মকর্তা।
গতকাল ২২ সেপ্টেম্বর, রবিবার দিবাগত রাত থেকেই ফতুল্লার তক্কারমাঠ এলাকার বাড়িটি ঘিরে অভিযান চালানো হয়। বাংলাদেশ ব্যাংকের সাবেক কর্মকর্তা জয়নাল আবেদিনের এ বাড়িটি থেকে আটক করা হয়েছে তার দুই পুত্র ও এক পুত্রবধূকে।
আটকরা হলেন- জয়নাল আবেদীনের ছেলে ফরিদ উদ্দিন রুমি (২৭), তার ছোট ভাই জামাল উদ্দিন রফিক (২৩) ও রুমির স্ত্রী জান্নাতুল ফুয়ারা অনু (২২)।
ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘আমাদের জেলা পুলিশ কাউন্টার টেররিজম টিমকে সহযোগিতা করছে।’
অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম