রাজধানীতে কোনো ক্যাসিনো চলতে দেয়া হবে না বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। বৃহস্পতিবার দুপুরে, ডিএমপি সদর দপ্তরে একথা জানান তিনি।
ডিএমপি কমিশনার বলেন, 'রাজধানীতে অবৈধ কোনো জুয়ার আড্ডা, ক্যাসিনো চলতে দেয়া হবে না। এসবের বিরুদ্ধে আইন প্রয়োগের ক্ষেত্রে পুলিশ কঠোর হবে। ঢাকার সব ক্যাসিনোর তালিকা তৈরি করা হচ্ছে। ক্যাসিনোতে র্যাব অভিযান শুরু করেছে, পুলিশও করবে। কেউ ছাড় পাবে না।'
তিনি আরও বলেন, নির্মল বিনোদন হলে পুলিশ তাতে সহযোগিতা করবে। কিন্তু বিনোদনের নামে যদি অশালীন ও অবৈধ কিছু চলে, মাদক সেবন হয়, তাহলে সেখানেও একই রকম পদক্ষেপ গ্রহণ করা হবে। নজরদারিতে থাকবে।
এতদিন আইনশৃঙ্খলা বাহিনী কোনো ব্যবস্থা নেয়নি কেন, জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, আইন প্রয়োগের ক্ষেত্রে আমরা কঠোর। সেটা যে পর্যায়েই হোক না কেন। জোনাল ডিসিদের নির্দেশনা দিয়েছি এ ধরনের ঘটনা মোটেও সহ্য করবো না। এরপরেও যদি কেউ জুয়ার বোর্ড কিংবা ক্যাসিনো পরিচালনা করে,বা জড়িত থাকে বলে জানতে পারি, তাহলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রসঙ্গত, বুধবার ফকিরাপুলের ইয়াংমেন্স ক্লাবে অভিযান চালায় র্যাব। ক্যাসিনো ব্যবসায় জড়িত থাকায় গুলশানের বাসা থেকে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়াকে গ্রেপ্তার করা হয়।
এছাড়া অভিযানে ওই ক্যাসিনো থেকে দুই নারীসহ ১৪২ জনকে গ্রেফতার করা হয়। এদের বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। ক্যাসিনোতে মদ আর জুয়ার বিপুল সরঞ্জামের পাশাপাশি প্রায় ২৫ লাখ টাকা উদ্ধার করা হয়।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম