গাইবান্ধার পলাশবাড়ীতে ৬৫ বোতল ফেনসিডিল সহ মাদক ব্যবসায়ীর স্ত্রী আটক

গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর স‚ত্রে জানা যায়,গোপন সংবাদের ভিক্তিতে অভিযানে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর গাইবান্ধার পরিদর্শক আনোয়ারুল হাবিবের নেতৃত্বে মাদক দ্রব্য নিয়ন্ত্রনের সঙ্গীয় ফোর্স ও পলাশবাড়ী থানা পুলিশের এ এস আই সাইফুল সহ সঙ্গীয় ফোর্স আজ ১৮ সেপ্টেম্বর সকালে গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌর এলাকার সদরের কালীবাড়ী বাজার প‚র্বরোডে উদয় সাগর গ্রামের সাহেব মিয়ার বাড়ীর পিছন হতে পরিত্যাক্ত অবস্থায় পড়ে থাকা ৬৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে ও মাদক ব্যবসায়ী লিখন পলাতক থাকায় তার স্ত্রী স্বপ্না বেগম (২২) কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত স্বপ্না বেগম উদয় সাগর গ্রামের সাহেব মিয়ার কন্যা।
এখবর নিশ্চিত করে গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক আনোয়ারুল হাবিব জানান,দীর্ঘ দিন হলো এ নারী ও মাদক ব্যবসায়ি লিখন এ বাড়ী হতে মাদক ব্যবসা করে আসছে। এঘটনায় আটককৃত নারী ও মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হবে।
