3:46 AM, 13 November, 2025

ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

debiganj,panchagarh (2)

দেবীগঞ্জ সংবাদদাতা:

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় গতকাল রবিবারে তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে দেবীগঞ্জ থানা পুলিশ । এসময় তাদের কাছ থেকে আনুমানিক ২০ হাজার ৪শ টাকার মূল্যের ৫১ পিছ ইয়াবা জব্দ করে পুলিশ।
আটককৃতরা হলেন তেঁতুলিয়য়া উপজেলার ভজনপুর ফকির পাড়া এলাকার আব্দুল জব¦ারের পুত্র মোজাফ্ফর হোসেন (২১), ভেলু পাড়া এলাকার তমিজ উদ্দিনের পুত্র আবু হাসান (২১) ও দেবেনগরের নিজবাড়ী এলাকার শরিফুল ইসলামের পুত্র হুমায়ুন কবির (২১)।
গোপন সুেেত্রর ভিত্তিতে দেবীগঞ্জ থানার ওসি (তদন্ত) শাহ আলমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ বানুর হাট এলাকার বজলুর রশিদের দোকানের সামনে থেকে অভিযুক্তদের আটক করা হয় ।দেবীগঞ্জ থানার ওসি ( তদন্ত) শাহ আলম ৩ মাদক বব্যবসায়ী আটকের বিষয় নিশ্চিত করেন । আটককৃতদের বিরুদ্ধে ওসি তদন্ত বাদি হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেরন ।