6:32 AM, 13 November, 2025

নানাবিধ অনিয়মের অভিযোগে বরগুনা জেলা কারাগারে দুদকের অভিযান

FB_IMG_1567674318319
বরগুনা সংবাদদাতাঃ
বরগুনা জেলা কারাগারে নানাবিধ অনিয়মের অভিযোগে পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মোজাম্মেল হোসেনের নেতৃত্বে দুর্নীতি দমন কমিশন (দুদক) এ অভিযান পরিচালনা করেন।
এছাড়াও জনগণকে হয়ারণী, ঘুষ কেলেঙ্কারী এবং নানাবিধ অনিয়মের অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ২ জেলা প্রশাসক এবং ৭ উপজেলা নির্বাহী অফিসারকে চিঠি দিয়েছে দুদক।
তিনি দুদক অভিযোগ কেন্দ্রে ১০৬ আগত ২টি অভিযোগের প্রেক্ষিতে সমন্বিত জেলা পটুয়াখালীর সহকারী পরিচালক মোঃ মোজাম্মিল হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে আগত স্বজনদের সাথে কথা বলে দুদক টিম। কয়েকজন দর্শনার্থী নাম প্রকাশ না করার শর্তে জানান যে, বন্দীদের সাথে সাক্ষাত পাওয়ার জন্য জেল কর্তৃপক্ষকে তাদের ২০০ টাকা ফি দিতে হয়েছে, যদিও কারা বিধি অনুযায়ী সাক্ষাতের জন্য কোন ফি নেওয়ার বিধান নেই। তাছাড়া, বন্দীদের নিকট বাহির থেকে খাবার সরবরাহ করতে গেলেও টাকা দিতে হয় বলে জানান তারা।
দুদক টিম কারাগারের খাবার সরবরাহ প্রক্রিয়া খতিয়ে দেখে। খাবার প্রদানে অনিয়ম এবং বাড়তি অর্থের বিনিময়ে স্বজনদের নিকট হতে খাবার সরবরাহের প্রাথমিক প্রমাণ পায় দুদক টিম।
জেলখানার ভেতরে একটি ক্যান্টিন রয়েছে, সে ক্যান্টিন থেকে অতিরিক্ত দামে তরকারী ক্রয় করেন কারাবাসীরা। এছাড়াও সরকারীভাবে কারাবাসীদের যে খাবার সরবরাহ করা হয় তা মান সম্মত নয় মর্মে প্রতীয়মান হয়।
অভিযানে প্রাপ্ত অনিয়মসমূহ অবিলম্বে দূরীকরণে জেল সুপার-কে পরামর্শ প্রদান করে দুদক টিম। অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে তদন্তপূর্বক বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে মর্মে জেল সুপার টিমকে আশ্বস্ত করেন।