গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে উপজেলার নাকাইহাট ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি হোসাইন মিয়া জিহাদী কে (২৯) গ্রেফতার করেছে পুলিশ। ৩০ আগস্ট শুক্রবার ভোরে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাইহাট ইউনিয়ন এলাকা থেকে গোবিন্দগঞ্জ থানা পুলিশের এস আইন মনিরুল ও সিদ্দিক সহ সঙ্গীত ফোর্স শিবির সভাপতি হোসাইন মিয়া জিহাদী কে গ্রেফতার করে । গ্রেফতারকৃত হোসাইন মিয়া জিহাদী গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই গ্রামের আবদুল লতিফ মিয়ার ছেলে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান জানান, গ্রেফতার হোসাইনের বিরুদ্ধে নাশকতা মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তিনি দীর্ঘদিন পলাতক রয়ে ছিলেন।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম