প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৩, ২০২৫, ১:৫৮ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৬, ২০২০, ১২:৪৯ পি.এম
ঠাকুরগাঁওয়ে সেনাবাহিনীর টহল শুরু

ঠাকুরগাঁওয়ে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে মাঠে নেমেছে সেনাবাহিনী। জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সামাজিক দূরত্ব বজায় রাখা, জনসমাগম এড়ানো ও হোম কোয়ারেন্টাইন নিশ্চিতকরণে কাজ করবেন তারা।
বুধবার (২৫ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড.কে.এম কামরুজ্জামান সেলিম।
তিনি জানান, মঙ্গলবার (২৪ মার্চ) লেফটেন্যান্ট কর্নেল বখতিয়ার ও মেজর ফাহাদের নেতৃত্বে সেনাবাহিনীর দুটি কোম্পানি ঠাকুরগাঁওয়ে এসেছে। বুধবার সকালে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক শেষে তারা জেলার বিভিন্ন উপজেলায় টহল দেওয়া শুরু করেছে।
জেলা প্রশাসক আরো বলেন, সেনাবাহিনী সিভিল প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করবে। বিদেশ ফেরত নাগরিকদের হোম কোয়ারেন্টাইন বিষয়টি নিশ্চিত করবে। এছাড়াও বাজার মনিটরিং, দরিদ্রদের সহায়তা করবে সেনাবাহিনী।
উল্লেখ্য, জেলার ৫ উপজেলায় ২৫০ জন সেনা সদস্যের দুটি কোম্পানি এই টহল কাজ পরিচালনা করবে।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম