5:59 AM, 13 November, 2025

লক্ষ্মীপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

lkh-fashi

লক্ষ্মীপুর প্রতিনিধি :

লক্ষ্মীপুরের কমলনগরে যৌতুকের দাবিতে স্ত্রী বিবি সাজুকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামী আক্তার হোসেনকে মৃত্যুদন্ডের দিয়েছে আদালত। এসময় আসামির ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ২৮ নভেম্বর, বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সিরাজুদৌলাহ কুতুবী এই রায় দেন।

নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিশেষ সরকারি কৌঁসুলি (এপিপি) আবুল বাসার বলেন, সব প্রমাণ ও সাক্ষ্য গ্রহণের ভিত্তিতে দোষী প্রমাণিত হওয়ায় আক্তারকে আদালত মৃত্যুদন্ড দিয়েছে। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিল। মৃত্যুদন্ডপ্রাপ্ত আক্তার কমলনগর উপজেলার চরকালকিনি গ্রামের বেচু ব্যাপারীর ছেলে।

আদালত সূত্র জানায়, ২০১৬ সালের ১২ ফেব্রুয়ারি রাতে আক্তার যৌতুকের দাবিতে বিবি সাজুকে মারধর করে। একপর্যায়ে শ্বাসরোধ করে সাজুকে হত্যা করা হয়। এ ঘটনায় ১৪ ফেব্রুয়ারি সাজুর বাবা শাহে আলম বাদী হয়ে আক্তারের বিরুদ্ধে কমলনগর থানায় হত্যা মামলা দায়ের করেন। ৮জন স্বাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও দীর্ঘ শুনানি শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত আসামির মৃত্যুদন্ডের রায় দিয়েছেন।