পেঁয়াজের দাম বৃদ্ধি নিয়ে রিট খারিজ

পেঁয়াজের দাম অতিরিক্তভাবে বেড়ে যাওয়ার কারণ উদঘাটনে স্বাধীন তদন্ত কমিটি গঠন এবং দাম নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা চেয়ে করা রিট আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করেছে হাইকোর্ট।
২৮ নভেম্বর, বৃহস্পতিবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি একেএম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মামলাটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করেন। আদালতে রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার মো.তানভির আহমেদ। অপরদিকে দুদকের পক্ষে ছিলেন খুরশিদ আলম খান।
শুনানিকালে রিটের পক্ষে ব্যারিস্টার মো.তানভির আহমেদ আদালতে পেঁয়াজের দাম বৃদ্ধি নিয়ে কয়েকটি পত্রিকার সংবাদ উপস্থাপন করেন। এ সময় তিনি বলেন, সিন্ডিকেটের মাধ্যমে প্রায় দুই হাজার কোটি টাকা লোপাট করা হয়েছে। ভোক্তারা দামের এ অস্বাভাবিক বৃদ্ধিতে দিশেহারা হয়ে পড়েছে।
পরে দুদকের আইনজীবী খুরশিদ আলম খান বলেন, পেঁয়াজের দাম বাড়ার বিষয়ে দুদকের পক্ষ থেকে অনুসন্ধান করার মতো কিছুই হয়নি। সরকার এ বিষয়ে নজরদারি করছে। আমাদের প্রপারলি পার্টি করা হয়নি।
উভয়পক্ষের শুনানি শেষে আদালত রিটকারির আইনজীবী ব্যারিস্টার মো.তানভির আহমেদ বলেন,আমরা আপিল বিভাগে যাওয়ার জন্য আর্ডার দিতে পারি অথবা মামলাটি উপস্থাপন করা হয়নি মর্মে খারিজ করতে পারি। তখন রিটকারির আইনজীবী ব্যারিস্টার মো.তানভির আহমেদ উপস্থাপন করা হয়নি মর্মে খারজি করেন। পরে আদালত এ আদেশদেন।
এর আগে গত ১৭ নভেম্বর শুনানি কালে আদালত বলেন, দেখি সরকার এক সপ্তাহের মধ্যে কোনো পদক্ষেপ গ্রহণ করে কিনা। অন্যথায় আমরা হস্তক্ষেপ করবো।
