নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
নাগরপুর বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ১১টি প্রতিষ্ঠানকে ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ (১৯ নভেম্বর) বিকাল ৩টা থেকে ৬ টা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইফতেখার আলম রিজভী এ অভিযান পরিচালনা করেন।
ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ সময় নাগরপুর বাজার মেইন রোডে মিষ্টি পট্টিতে অবস্থিত রঞ্জন মিটান্ন ভান্ডার,খোকা ঘোষের মিষ্টির দোকান ও গোপাল মিষ্টান্ন ভান্ডারকে ওজনে কারচুপি, পণ্যের গায়ে খুচরা মূল্য,মেয়াদ ও উৎপাদন তারিখ না থাকায় ২০ হাজার টাকা জরিমানা,নকল পণ্য বিক্রি করায় লামিয়া কসমেটিকস এন্ড ভ্যারাইটিজ স্টোর ও মেসার্স জুই কসমেটিকস কে ৮ হাজার টাকা এবং ৪ মুরগী ব্যবসায়ীকে মূল্য তালিকা প্রদর্শন না করায় ১৫ হাজার টাকা করে জরিমানা করে।
সহকারী পরিচালক মো. ইফতেখার আলম রিজভী বলেন, ভোক্তার অধিকার নিশ্চিত করতে আমাদের এ অভিযান সারা বছর অব্যহত থাকবে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের পক্ষ থেকে সচেতনতা মূলক লিফলেট বিতরণ করা হয় ।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম