2:13 AM, 13 November, 2025

দুদকের নামে ভুয়া চিঠি

dudok-chithi

দুর্নীতি দমন কমিশনের (দুদক) নাম এবং লোগো ব্যবহার করে সাধারণ মানুষকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি। ১৪ নভেম্বর, বৃহস্পতিবার দুদকের সহকারী পরিচালক প্রণব কুমার ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু অসাধু ব্যক্তিরা ভুয়া চিঠি বানিয়ে মানুষকে হয়রানি করার চেষ্টা করছে। এ বিষয়ে সকলকে সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে।

প্রয়োজনে দুদকের সঙ্গে যোগাযোগ (ফোন- ০১৭১৬৪৬৩২১৭) করতেও বলা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।