সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে হাইকোর্টের দেয়া ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন ১৭ নভেম্বর পর্যন্ত স্থগিত করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ১১ নভেম্বর, সোমবার এ সংক্রান্ত আবেদনের শুনানি শেষে একই সঙ্গে দুদককে এই সময়ের মধ্যে লিভ টু আপিলেরও নির্দেশ দেন দেশের সর্বোচ্চ আদালত।
বগুড়ায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় আদালত এই রায় দেয়। দুদকের আইনজীবী খুরশীদ আলম খান গণমাধ্যমের কাছে এ তথ্য নিশ্চিত করেন।
সাবেক সংসদ সদস্য (টাঙ্গাইল-৪) লতিফ সিদ্দিকী ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত বাংলাদেশ সরকারের পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। ওই সময় তিনি দুর্নীতি করেছেন অভিযোগ করে বগুড়ার আদমদীঘি থানায় এই মামলাটি দায়ের করেন দুদকের সহকারী পরিচালক মো. আমিনুল ইসলাম।
২০১৭ সালের ১৭ অক্টোবর করা এই মামলায় বলা হয়, মন্ত্রী থাকাকালে লতিফ ক্ষমতার অপব্যবহার করে বাংলাদেশ জুট করপোরেশনের অধীনে থাকা বগুড়ার আদমদীঘির রানীনগর ক্রয় কেন্দ্রের ২ দশমিক ৩৮ একর জমি দরপত্রের বিজ্ঞপ্তি ছাড়াই বেগম জাহানারা রশিদ নামে এক নারীর কাছে বিক্রির নির্দেশ দেন, তাতে সরকারের ৪০ লাখ ৬৯ হাজার ২১ টাকার আর্থিক ক্ষতি হয়। বেগম জাহানারা রশিদকেও এই মামলায় আসামি করা হয়। তদন্ত শেষে গত বছরের ১৮ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দেয় দুদক।
গত ২০ জুন লতিফ সিদ্দিকী এ মামলায় বগুড়ার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে বিচারক তা নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর লতিফ সিদ্দিকীর অসুস্থতার কথা উল্লেখ করে তার স্ত্রী গত ৩০ জুন হাইকোর্টে জামিন আবেদন করেন। কয়েক দফা ব্যর্থ হয়ে গত ৪ নভেম্বর বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চে অন্তর্বর্তী জামিন পান তিনি।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম