বাজারে থাকা চিপসের প্যাকেটের ভেতরে শিশুদের জন্য খেলনা দেওয়ার নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। একইসঙ্গে খেলনাযুক্ত যেসব চিপস বাজারজাত করা হয়েছে তা প্রত্যাহারের নির্দেশনা চাওয়া হয়েছে রিটে।
৪ নভেম্বর, সোমবার সাংবাদিকদের রিট দায়েরের কথা জানান আবেদনকারী আইনজীবী।হাইকোর্টে রিটটি দায়ের করেন আইনজীবী মো. মনিরুজ্জামান।
তিনি জানান, বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হতে পারে।
চিপসের প্যাকেটের ভেতরে শিশু খেলনা না ঢোকাতে সংশ্লিষ্ট কোম্পানিকে কেন নির্দেশ দেওয়া হবে না এ মর্মে রুল জারির আবেদন করা হয়েছে। পাশাপাশি বাজারে থাকা প্যাকেট প্রত্যাহার করতে নির্দেশনা চাওয়া হয়েছে।
রিটে বাণিজ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, এম এম ইস্পাহানী লিমিটেড এর চেয়ারম্যান ও হেড অব মার্কেটিং, ইনগ্রিণ লিমিটেড এর চেয়ারম্যান ও হেড অব মার্কেটিংকে বিবাদী করা হয়েছে।
আইনজীবী মো. মনিরুজ্জামান বলেন, শিশুরা চিপস খাওয়ার সময় অবচেতন মনে খেলনাটাও খেয়ে ফেলার চেষ্টা করে। অনেক সময় তাদের পেটের মধ্যে ঢুকে যায়। এটা খুবই অশনি সংকেত।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম