7:51 AM, 13 November, 2025

পলাশবাড়ীতে মাদক সেবককালে আওয়ামীলীগ নেতার ছেলেসহ আটক ২

madok news

গাইবান্ধা জেলা প্রতিনিধি:

গাইবান্ধা জেলা পলাশবাড়ী উপজেলার সদরের পৌর এলাকার চৌমাথা ডাক বাংলা মার্কেটে একটি কনফেকশনারী দোকানের ভিতর হতে আজ ২ নভেম্বর শনিবার বিকালে মাদক সেবনকালে উপজেলা আওয়ামীলীগের ত্রান ও দূযোগ বিষয়ক সম্পাদক নিহাররঞ্জন চৌধুরী ঠাকুর এর ছেলে মাদকসেবী সাগর কুমার চৌধুরী (২৪) ও জামালপুর গ্রামের মৃত আবু পশ্চিমার ছেলে কনফেকশনারী মালিক চিহিৃন্ত মাদকসেবী ও ব্যবসায়ী লিটন ওরফে খটকু (৩২) কে গ্রেফতার করে পলাশবাড়ী থানা পুলিশ ।
গোপন খবরের ভিক্তিতে পলাশবাড়ী থানার এস আই হাসিব সহ সঙ্গীয় র্ফোস এ দুই মাদকসেবীকে গ্রেফতার করে।
এখবর নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ মাসুদার রহমান জানান,মাদক সেবনকালে তাদের আটক করা হয়েছে এবং আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করার প্রস্তুতি চলছে।