প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৩, ২০২৫, ৯:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩১, ২০১৯, ১২:৫১ পি.এম
শার্শা থানা পুলিশের অভিযানে ২শ’ ৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার

শাহারিয়ার হুসাইন :
যশোরের শার্শার বসতপুর বড় কোলনীতে পুলিশ অভিযান চালিয়ে ২শ ৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে।
এব্যাপারে শার্শা থানায় মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে। জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরের দিকে শার্শা থানার সহকারী উপ-পরিদর্শক আবু বক্কার সিদ্দিক ও মাজেদুর রহমান মাজেদ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বসতপুর বড় কলোনীতে অভিযান চালায়।
এ সময় বসতপুর বড় কলোনীর রাস্তায় উপর এক সিএনজিতে তল্লাশী চালিয়ে ২ শ ৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারিনি।
এবিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান বলেন, উদ্ধার হওয়া ফেনসিডিলের বিষয়ে মাদক দ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে। তদন্তের স্বার্থে আসামিদের নাম পরিচয় গোপন রাখা হয়েছে।
এ ব্যাপারে নাভারণ সার্কেল এএসপি জুয়েল ইমরান বিষয়টি নিশ্চিত করে বলেন ২ শ' ৭৫ বোতল ফেনসিডিল উদ্ধারের ব্যাপারে শার্শা থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম