8:03 AM, 13 November, 2025

বরগুনায় নেশাদ্রব্য খাইয়ে মেয়েকে ধর্ষণের; বাবার যাবজ্জীবন কারাদণ্ড

55949-jail-amar
বরগুনা সংবাদদাতাঃ
বরগুনা পাথরঘাটা উপজেলায় মেয়েকে ধর্ষণের মামলায় বাবাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার সকাল ১১ টায় বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) মো. হাফিজুর রহমান এ রায় দেন।
পাথরঘাটা উপজেলার কাকচিড়া এলাকার খাসতবক গ্রামের বাসিন্দা জুয়েল প্যাদা ২০১৭ সালের ২৫ মে তার মেয়েকে টাইগার নামক কোমল পানীয়র সঙ্গে নেশাদ্রব্য মিশিয়ে সেটা পান করায়। এক পর্যায়ে মেয়ে অজ্ঞান হয়ে পড়লে তাকে ধর্ষণ করে তার বাবা।
ঘটনার তিন দিন পর অর্থ্যাৎ ২৮ মে বাবা জুয়েল প্যাদাকে একমাত্র আসামি করে মেয়েটির নানা আবদুল হামিদ কাজী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে পাথরঘাটা থানায় মামলা করেন।
আজ মঙ্গলবার সাক্ষ্য গ্রহণ ও শুনানি শেষে আদালত এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি কাঠগড়ায় উপস্থিত ছিলেন।