প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৩, ২০২৫, ১:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৮, ২০১৯, ৪:৪৬ পি.এম
বরগুনায় র্যাবের অভিযানে ৩১ টি পাসপোর্টসহ দালাল আটক

বরগুনা সংবাদদাতাঃ
বরগুনা অভিযান চালিয়ে এনামুল হক মিলন নামে এক পাসপোর্ট দালালকে আটক করেছে পটুয়াখালী র্যাব-৮।
সোমবার (২৮ অক্টোবর) বেলা ১১টাযর দিকে জেলা শহরের টাউন হল নজরুল ইসলাম সড়ক থেকে এনামুল হক মিলন ও শিরিনকে আটক করা হয়।
মিলনের বাসায় তল্লাশি চালিয়ে ৩১টি পাসপোর্ট পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মিলনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক। শিরিনের সাথে কোন কিছু না পাওয়ায় তাঁকে ছেড়ে দেওয়া হয়।
পটুয়াখালী র্যাব-৮ কোম্পানি কমান্ডার রইস উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে পাসপোর্টের দুই দালাল এনামুল হক মিলন ও শিরিনকে আটক করা হয়। শিরিনের সাথে কোন পাসপোর্ট না পাওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এনামুল হক মিলনের বাসায় ৩১টি পাসপোর্ট পাওয়ায় তাকে ভ্রাম্যমাণ আদালতে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম