প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৩, ২০২৫, ৯:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২২, ২০১৯, ১১:৫২ এ.এম
টাংগাইলে যমুনায় ইলিশ মাছ ধরায় ভুয়া সাংবাদিকসহ ১৯ জনের কারাদন্ড

জেলা প্রতিনিধি:
টাঙ্গাইলের যমুনা নদী থেকে ইলিশ মাছ ধরার অপরাধে ১৯ জনকে ১০দিন করে কারাদণ্ড দিয়েছেণ ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২১ অক্টোবর) দুপুরে গ্রেফতারকৃতদের ১০দিন করে সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়। ইলিশ মাছ কিনতে আসা এ সময় এটিএন বাংলা ও বাংলাদেশ প্রতিদিনের স্টাফ রিপোর্টার হিসেবে পরিচয়দানকারী হুমায়ুন কবির নামের একজন ভুয়া সাংবাদিককেও আটক করে জেল হাজতে পাঠিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তার বাড়ি গাজীপুর জেলায়।রোববার রাতে টাঙ্গাইল সদর উপজেলার কাতুলী, কাকুয়া ও হুগড়া ইউনিয়ন এলাকায় যমুনা নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সমীরন কুমার সাহা।এ ব্যাপারে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে যমুনা নদীতে জেলেরা ইলিশ মাছ ধরছিল। এ সময় অভিযান চালিয়ে ভুয়া সাংবাদিকসহ ১৯ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দিয়ে জেলহাতে পাঠানো হয়।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম