প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৩, ২০২৫, ৯:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১০, ২০১৯, ১:৫৫ পি.এম
আমতলীতে ৯ হাজার মিটার কারেন্ট জাল ও ৩ হাজার ৫’শ মিটার সাইন জাল জব্দ

এইচ এম রাসেল, বরগুনা সংবাদদাতাঃ
প্রজনন মৌসুমের মা ইলিশ ২২ দিন মাছ ধরা বন্ধ রাখার প্রথম দিনে আমতলী পায়রা নদীর ৩টি স্পটে অভিযান চালিয়ে ৯ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ৩ হাজার ৫'শ মিটার সাইন জাল জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ।
উপজেলা মৎস্য অধিদপ্তর থেকে জানা যায়, মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞার প্রথম দিন বুধবার ভোর ৪টা থেকে বেলা ১১ টা পর্যন্ত উপজেলা নির্বাহি অফিসার মনিরা পারভীন, সিনিয়র মৎস্য অফিসার মো. মাহবুবুর রহমান এ অভিযান পরিচালনা করেন।
উপজেলার বৈঠাকাটা, আঙ্গুল কাটা, গুলিশাখালী ও নাইয়াপাড়ায় অভিযান চালিয়ে ৯ হাজার মিটার কারেন্ট জাল ও ৮ হাজার ৫'শ মিটার সাইন জাল জব্দ করা হয়।
এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুর রহমান বলেন, উদ্ধার হওয়া কারেন্ট ও সাইন জাল পুড়িয়ে দেয়া হয়েছে।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম