প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৩, ২০২৫, ১২:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৯, ২০১৯, ২:০৪ পি.এম
টাঙ্গাইলে ৯৭০পিস ইয়াবাসহ মাদক সম্রাজ্ঞীকে গ্রেফতার

জেলা প্রতিনিধিঃ
টাঙ্গাইল পৌর এলাকার এনায়েতপুর বৈল্যা বাজার থেকে ৯৭০ পিস ইয়াবা ট্যাবলেট সহ লায়লা তালুকদার (৩৪) নামে এক নারী মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে র্যাব-১২। সোমবার সন্ধ্যায় বৈল্যাবাজার এলাকায় অভিযান চালিয়ে ঐ ইয়াবা মাদক সম্রাজ্ঞীকে আটক করা হয়। আটককৃত নারী মাদক ব্যবসায়ি লায়লা তালুকদার নওগাঁ জেলার মান্দা উপজেলার পাঁজরভাঙ্গা গ্রামের মৃত. সোহরাব তালুকদারের মেয়ে এবং টাঙ্গাইল সদর উপজেলার গালা গ্রামের মো. হাবিবুর রহমানের স্ত্রী। র্যাব-১২, সিপিসি-৩ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার ও সহকারী পুলিশ সুপার শফিকুর রহমান প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ১২ এর একটি চৌকস দল টাঙ্গাইল পৌর এলাকার এনায়েতপুর বৈল্যা বাজারের জনৈক মানিক মিয়ার পশ্চিম পাশের একটি টিনসেড বাড়ীতে অভিযান চালায়।এ সময় আটককৃত নারী মাদক ব্যবসায়ির কাছ থেকে ৯৭০পিস ইয়াবা, ১টি মোবাইল ফোন ও ২টি সিম কার্ড উদ্ধার করা হয়েছে। এ ব্যপারে র্যাব-১২ সিপিসি-৩ টাঙ্গাইল এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার ও সহকারী পুলিশ সুপার শফিকুর রহমান বলেন, গোয়েন্দা নজরদারী বৃদ্ধিসহ সার্বক্ষনিক অভিযান পরিচালনা করে র্যাব ইতোমধ্যে জনগনের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। র্যাবের এ ধরনের মাদক বিরোধী আভিযানিক কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে। আইন শৃংখলা বাহিনীর এ ধরনের তৎপরতা বাংলাদেশকে একটি মাদকমুক্ত দেশ হিসাবে গড়ে তুলতে পারবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম