প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৩, ২০২৫, ৯:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৬, ২০১৯, ১০:২৫ এ.এম
বরগুনায় ২০ মণ হরিণের মাংসসহ আটক-১

বরগুনা সংবাদদাতাঃ
বরগুনার পাথরঘাটা বিহঙ্গ দ্বীপ থেকে ২০ মণ হরিণের মাংস ও ইঞ্জিনচালিত বোট সহ আবদুস সোবহান (৫৬) নামের এক ব্যক্তিকে আটক করেছেন কোস্টগার্ড।
শনিবার (৫ অক্টোবর) রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার বিহঙ্গ দ্বীপ সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড অভিযান চালিয়ে তাকে আটক করেন এ সময় ইঞ্জিনচালিত একটি নৌকাও জব্দ করা হয়।
কোস্টগার্ড পাথরঘাটা স্টেশনের কমান্ডার লে. বিশ্বজিৎ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বিহঙ্গ দ্বীপ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ২০ মণ হরিণের মাংসসহ ইঞ্জিনচালিত একটি নৌকা জব্দ করে কোস্টগার্ড। এ সময় আবদুস সোবহান নামের একজনকে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে মাংসগুলো বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে। এছাড়াও জব্দ করা নৌকা ও আটক অবদুস সোবহানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম