4:51 AM, 13 November, 2025

মুরাদনগরে ওয়ারেন্টভুক্ত আসামি ইয়াবাসহ গ্রেফতার

IMG_20190930_093115

সফিকুল ইসলাম, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার মুরাদনগরে দুই মাদক মামলার ওয়ারেন্টভুক্ত  আসামিকে ৫০ পিছ ইয়াবাসহ গ্রেফতার করেছে মুরাদনগর থানা পুলিশ।
রবিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা সদরের মুরাদনগর ডি.আর সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠের পূর্ব পাশের রাস্তার উপর থেকে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি, উপজেলা সদরের উত্তর পাড়ার কবির হোসেনের ছেলে তুহিন (২৬)।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মুরাদনগর থানার এএসআই মোঃ হানিফের নেতৃত্বে একদল পুলিশ উপজেলা সদরের মুরাদনগর ডি.আর সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠের পূর্ব পাশের রাস্তার উপর থেকে দুই মামলার ওয়ারেন্টভূক্ত মাদক ব্যবসায়ী তুহিন কে গ্রেফতার করে তার শরীর তল্লাশি করে ৫০টি ইয়াবা টেবলেট উদ্ধার করে।
মুরাদনগর থানার অফিসার ইনচার্জ একেএম মনজুর আলম বলেন, গ্রেফতারকৃত তুহিনের বিরুদ্ধে দুইটি মাদক মামলার ওয়ারেন্ট রয়েছে এবং তার কাছ থেকে ৫০টি ইয়াবা টেবলেট উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সোমবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।