1:38 PM, 13 November, 2025

পাকুন্দিয়া সিএনজি চাপায় শিশু নিহত, আহত দুইজন

70440707_2470463249856197_155201877351333888_n

রাকিবুল হাসান:

পাকুন্দিয়ার কোশাকান্দায় সিএনজি চাপায় ফাতেমা আক্তার (৫) নামে এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছে সাথে থাকা তার মা ও এক বোন। সন্ধা ৬ টার দিকে উপজেলার কোষাকান্দা নামক স্থানে এ ঘটনা ঘটে। সে উপজেলার চন্ডিপাশা গ্রামের মোঃ কামাল উদ্দীনের মেয়ে। জানা যায়, ফাতেমা,তার মা ও ছোট বোনকে নিয়ে বাড়ি থেকে নানির বাড়ি কোষাকান্দায় বেড়াতে যাওয়ার সময় অটো থেকে নামার পর রাস্তা পার হচ্ছিলো। এমন সময় বেপরোয়া গতিতে চলা পাকুন্দিয়া থেকে কিশোরগঞ্জগামী সিএনজি ফাতেমাসহ তার মা ও বোনকে চাপা দেয়।পরে স্থানীয়রা সবাইকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নেয়া হলে চিকিৎসক ফাতেমাকে মৃত ঘোষণা করে। পাকুন্দিয়া থানার ওসি মফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।