গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার বোনারপাড়া বাটি ব্রিজের সন্নিকটে রেল লাইনের ধারে পড়ে থাকা আহত অজ্ঞাত বৃদ্ধা (৬৫) কে উদ্ধার করে সাঘাটা হাসপাতালে ভর্তি করালেও চিকিৎসাধীন অবস্থায় আজ ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় তার মৃত্যু হয়েছে। কোন সহৃদয়বান ব্যাক্তি বৃদ্ধাটির পরিচয় জানলে সাঘাটা থানায় ০১৭১৩-৩৭৩৮৯৭ যোগাযোগ করতে অনুরোধ করা জন্য বলা হয়েছে।
জানা গেছে, ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল অনুমান সাড়ে ৪টায় বোনারপাড়া বাটি ব্রীজ সংলগ্ন এলাকায় রেল লাইনের ধারে আহত অবস্থায় অজ্ঞাত বৃদ্ধাকে লোকজন দেখতে পায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বোনারপাড়া সবুজ বাংলা ক্লিনিকে ভর্তি করায়। সেখানে তার অবস্থা আশংকাজনক হলে তাকে সাঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা অনুমান ৬ টায় তার মৃত্যু হয়।
স্থানীয়রা ধারনা করছেন, বৃদ্ধাটি রেল লাইনের উপর দিয়ে হাটছিলো। এসময় পেছন থেকে আসা দোলন চাপা ট্রেনিটির সাথে ধাক্কা লেগে তিনি আহত হয়েছে।তার মাথায় গুরতর জখমের চিহ্ন রয়েছে।
চিকিৎসক জানান, বৃদ্ধার মাথায় সজোরে আঘাতের কারণে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। এছাড়াও আঘাতে তার মাথার মগজ ছিড়ে ছিন্ন ভিন্ন হয়েছে। একারনেই তার মৃত্যু হয়েছে।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম