মাইক্রোবাসের ধাক্কায় পলাশবাড়ীতে এক যুবক নিহত

গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কে সোমবার রাতে লিমন মিয়া (২৪) রাস্তা পার হওয়ার সময় একটি মাইক্রোবাস তাকে ধাক্কায় দেয়। এতে লিমন মিয়া গুরুতর আহত হয়। স্থানীয় তাকে উদ্ধার করে সাথে সাথে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে সে মারা যায়। লিমনের বাড়ি পলাশবাড়ি উপজেলার হরিনমারী গ্রামে।
পুলিশ জানায়, লিমন রাস্তা পার হওয়ার সময় পেছন থেকে একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় মাইক্রোবাসের চালক নজরুল ইসলামকে আটক করা হয়েছে।
