9:45 AM, 13 November, 2025

আমতলীতে বঙ্গবন্ধু টুর্নামেন্ট সিজন (২) খেলার শুভ উদ্বোধন

received_508618919699906
বরগুনা সংবাদদাতাঃ বরগুনা আমতলী  উপজেলার  আমরাগাছিয়া মাঠে গতকাল বুধবার আমরাগাছিয়া পল্লিউন্নায়ন ক্লাব এর সৌজন্যে বঙ্গবন্ধু টুর্নামেন্ট সিজন (২) এর আনুষ্ঠানিক ভাবে খেলার উদ্বাধন করেন উপজেলা চেয়ারম্যান গোলাম সরোয়ার ফোরকান।
এবং তারা বলেন সকলদের জন্য রইল ভালবাসা।  তোমরা খেলায় মনোযোগ দাও তাতে মানসিকতা ভাল থাকবে।  মাদক কে দুরে রাখো খেলাধুলোকে কাছে টানো। আমরা তোমাদের সহযোগীতা করবো।
এ সময় উপস্থিত ছিলেন আমতলী উপজেলা চেয়ারম্যানঃ গোলাম সরোয়ার ফোরকান, উপজেলা ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান ২নং ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ মাসুম আরও উপস্থিত ছিলেন বাজার কমিটির সদস্যবৃন্দ ও খেলা কমিটির সৌজন্যে আঃরহিম মোল্লা ও ক্রাইম ওয়াচের সাংবাদিক সজীব আহমেদ।