আশরাফুল ইসলাম
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের পশ্চিম ফুলবাড়ি গ্রামে আজ ২৬ আগস্ট সোমবার সকালে নাহারুল বেপারী (৪৫) নামে হাত-পা বাঁধা অবস্থায় তার নিজ পুকুর থেকে লাশ উদ্ধার করা হয়েছে। নিহত নাহারুল বেপারী ওই গ্রামের মৃত শয়ন বেপারীর ছেলে। সে পেশায় একজন রাজমিস্ত্রী।
স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, নাহারুল রোববার মাগরিবের নামাজের পর বাড়ি ফিরে আসে। পরে রাতে সে বাড়ীর উঠানে পায়চারি করতে ছিলো তারপর হঠাৎ সে নিখোঁজ হয়। স্বজনরা রাতেই বিভিন্ন জায়গায় খোজ খবর নেয়। কিন্তু তার কোন সন্ধান পাননি। সোমবার সকালে তার ছোট ছেলে মশিউর রহমান তাদর বাড়ীর পিছনে পুকুরে বড়শি দিয়ে মাছ ধরতে যায়। এসময় সে ওই পুকুরের পানিতে তার বাবার হাত-পা বাঁধা অবস্থায় লাশ ভাসতে দেখতে পায়। নিহতের গলায় আঘাতের চিহ্ন ছিলো। ধারনা করা হচ্ছে দূর্বৃত্তরা গলায় রশি দিয়ে পেচিয়ে শ্বাসরোধ করে হত্যার পর লাশ ওই পুকুরে ফেলে রেখে যায়।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম