3:02 PM, 13 November, 2025

সিলেটে গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের দোয়া মাহফিল ও আলোচনা সভা

IMG_20190826_192505
গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে শোকের মাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার রাত ৮টায় উপজেলার পৌর শহরে ক্লাবের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন অনলাইন প্রেসক্লাবের সভাপতি এম আব্দুল জলিল।

ক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ উদ্দিনের সঞ্চালনায় আয়োজিত  আলোচনা সভায় বক্তব্য রাখেন অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আজিজ খান, অর্থ সম্পাদক বদরুল আলম, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো: রুবেল আহমদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নাজমুল ইসলাম, সাংবাদিক শাহ আলম।

সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের নিহত সদস্যদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।