1:59 AM, 13 November, 2025

জন্মদিনে নেতা কর্মীদের ভালবাসায় সিক্ত অ্যাডঃ আরিফ উল হাসান

IMG_20190824_150135
আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
আমতলী পৌর যুবলীগের সংগ্রামী সভাপতি, বরগুনা জেল পরিষদের সদস্য, রাজপথের পরীক্ষিত-পরিশ্রমী নেতা, সারা বাংলার যুবসমাজের অগ্নিময় সাহস, যুবলীগের নেতাকর্মীর ‍রাজপথের শক্তি অ্যাডঃ আরিফ উল হাসান (আরিফ) ‍এর আজ শুভ জন্মদিন।
জন্মদিনে হাজারো নেতা কর্মীর ভালবাসায় সিগ্ধ হলেন আরিফ। ছাত্রলীগ, যুবলীগ, ‍আওয়ামী লীগ নেতাকর্মীদের ভালবাসায় ‍আজকের দিন স্মরণীয় ‍এই নেতার।
আমতলী ছাত্রলীগ, যুবলীগের প্রতিটি নেতাকর্মী প্রিয় নেতার জন্মদিনে নতুন স্বপ্নের জাল বুনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঝড় তুলছেন।
আমতলী উপজেলার নেতাকর্মীরাও তাকে বিভিন্ন ভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।