
নিজস্ব সংবাদদাতাঃ অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে গাজীপুরের দুটি হোটেলে অভিযান চালিয়ে ৩৭ জন যুবক-যুবতীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার সন্ধ্যায় মহানগরের বাংলাবাজার এলাকায় ওই অভিযান চালানো হয়।
গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমীর চন্দ্র সূত্রধর জানান, সন্ধ্যায় গাজীপুর মহানগরের বাংলাবাজার এলাকার নামহীন দুইটি আবাসিক হোটেলে অভিযান চালানো হয়। এসময় অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ১০ জন যুবক ও ২৭ জন যুবতীকে আটক করা হয়।
তিনি আরো জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে হোটেল কর্তৃপক্ষ পালিয়ে গেছে। নামহীন হোটেল মালিকদের বিরুদ্ধে হোটেল ব্যবসার নামে দেহ ব্যবসা চালানোর অভিযোগ পাওয়া গেছে।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম