11:35 AM, 13 November, 2025

ঈদে বাড়িতে যেতে না দেয়ায় রাজধানীতে ছাদ থেকে পড়ে গৃহকর্মীর আত্মহত্যা

dead_3

নিজস্ব সংবাদদাতাঃ রাজধানীতে একটি ১০ তলা ভবনের ছাদ থেকে পড়ে এক গৃহকর্মী মারা গেছেন। শুক্রবার ভোর ৬টার দিকে ধানমন্ডি ৭/এ নম্বর সড়কের ৯১/এম নম্বর অ্যাপার্টমেন্টে এ ঘটনা ঘটে। পুলিশ ধারণা, ঈদে গ্রামের বাড়িতে যেতে না দেয়ায় ওই গৃহকর্মী অভিমানে আত্মহত্যা করেছেন।

নিহত ওই গৃহকর্মীর নাম রিয়া আক্তার (১৩)। তিনি জামালপুরের বকশীগঞ্জ উপজেলার রাজু হোসেনের মেয়ে।

ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) পলাশ বিশ্বাস জানান, রিয়া ধানমন্ডিতে গৃহকর্তা মমিনুল হকের বাসায় চলতি মাসের ৪ তারিখ থেকে কাজ করছিল। প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি, এবার ঈদে গ্রামের বাড়িতে যেতে না দেয়ায় ভোরে ১০ তলার ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে। তবে বিষয়টি আরো খতিয়ে দেখা হচ্ছে।

মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।