আল তুহিন আজাদ
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের নাগরপুরে সড়ক দূর্ঘটনায় আ.কুদ্দুস মিয়া (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার বেকড়া ইউনিয়নের নাগরপুর-সলিমাবাদ সড়কের নোয়াই নদীর উপর নির্মিত ব্রিজের পশ্চিম পাশে এ দূর্ঘটনাটি ঘটে। সে বেকড়া ইউনিয়নের পাছপাড়া গ্রামের মৃত আহাদ আলীর ছেলে। নাগরপুর থানার অফিসার ইনচার্জ মো. আলম চাঁদ দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।
নিহতের বড় ভাই বাদশা মিয়া জানান, কুদ্দুস মিয়া সকালে বেকড়া ভোরের বাজার থেকে ফেরার পথে বেকড়া ইউনিয়নের নাগরপুর-সলিমাবাদ সড়কের নোয়াই নদীর উপর নির্মিত ব্রিজের পশ্চিম পাশে পৌছলে বিপরিত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিক্সা তাকে সজোরে ধাক্কা দিলে সে রাস্তার পাশে লুটিয়ে পরে। স্থানীয় জনতা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম