গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে গোলাপগঞ্জে উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা প্রাঙ্গণ থেকে র্যালী বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। এরপর উপজেলা পরিষদ সংলগ্ন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তান শেখ মুজিবুর রহমানকে ফুল দিয়ে সম্মান জানানো হয়। একে একে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, গোলাপগঞ্জ পৌর পরিষদ, উপজেলা ও পৌর আওয়ামী লীগ সহ বিভিন্ন সামাজিক সংগঠন। এসময় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক রফিক আহমদ, উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান, গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান নাজিরা বেগম শীলা, গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ মিছবাহ উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সফিকুর রহমান,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমন্ত ব্যানার্জি, কৃষি কর্মকর্তা খায়রুল আমিন, সমবায় অফিসার জামাল মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক মিজানুর রহমান চৌধুরী রিংকু , উপজেলা যুবলীগের আহবায়ক ওয়েছুর রহমান ওয়েছ , বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি, আমুড়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আবু সুফিয়ান আজম, উপজেলা যুবলীগ নেতা মাজেদ শরিফ চৌধুরী , হোসেন আহমদ, বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও স্মৃতি পাঠাগার গোলাপগঞ্জ উপজেলা শাখার সহ সভাপতি ওহিদুর রহমান প্রমুখ। এরপর সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে কনফারেন্স হলে আলোচনা সভা, যুব ঋণ বিতরণ ও শোক দিবস উপলক্ষে দিনব্যাপী আয়োজিত বিভিন্ন প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এছাড়াও বাদ জোহর উপজেলা পরিষদ জামে মসজদে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধুর রোহের মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম