8:15 PM, 13 November, 2025

পলাশবাড়ীতে খাদ্য গুদাম হতে উত্তোলনের দেড় মাস পড় অবশেষে জিআর চাল বিতরন

j r news

আশরাফুল ইসলাম
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা পরিষদের অনুকুলে ১৩৭ জন দুস্থ পরিবারের মাঝে বিতরনের জন্য ২৭০০ কেজি জিআর চাল বরাদ্দ করে গাইবান্ধা জেলা প্রশাসক । বরাদ্দ অনুযায়ী ৩০ শে জুন উপজেলা পরিষদের অফিস সহকারী আনোয়ার হোসেন খোকনের নামে উক্ত চালের ডিও প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল হোসেন। খাদ্য গুদাম থেকে উক্ত চাল উত্তোলন দেখানো হয় ৩০ জুন। অথচ চাল উত্তোলনের দের মাস অতিবাহিত হলে ও সুবিধাভোগীদের মাঝে চাল বিতরন করা না হলে উপজেলা জুরে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। অন্যদিকে গত কয়েকদিন হলে চলা অনিয়ম দূর্নীতির প্রতিরোধে আন্দোলনের মাঝে জিআরের চালের বিষয়টি গণমাধ্যমে সাংবাদিকদের লেখালেখি শুরু করে। পরে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারের নজরে আসলে ১৫ আগষ্ট বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের বঙ্গবন্ধু হলরুম থেকে ১৩৭ জন সুবিধাভোগীর মাঝে সেই ২৭০০ কেজি চাল বিতরন করা হয়। এসময় পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদুৎ, উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল হোসেন, অফিস সহকারী আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।