কাজী সাইফুল,পঞ্চগড় প্রতিনিধিঃ
পঞ্চগড়ের দেবীগঞ্জে পল্লীসমাজের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় উপজেলার মধ্যপাড়া পল্লীসমাজে কেন্দ্রে এ সভা অনুষ্ঠিত হয়।
পল্লীসমাজের সভাপ্রধান ফিরোজা বেগম এর সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রিতু আক্তার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বাবুল হোসেন সরকার, দেবীগঞ্জ উপজেলা আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনের সদস্য বাবলী রানী, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর আছাদুল ইসলাম আছাদ।
পল্লীসমাজ আয়োজিত এ সভায় আরও উপস্থিত ছিলেন নতুনবন্দর ,কলেজপাড়া, সবুজপাড়া ও মধ্যপাড়া পল্লীসমাজের সদস্যবৃন্দ।আমন্ত্রিত অতিথি বৃন্দ এসময় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন পরামর্শ প্রদান করেন এবং সকলকে সচেতন থাকতে বলেন।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম