আমতলীতে মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ পালিত

বরগুনা প্রতিনিধিঃ সারাদেশের ন্যায় বরগুনা আমতলীতে মশক নিধক ও পরিচ্ছন্নতা সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষে ৪ (আগস্ট) আমতলী পৌরসভার মেয়র, মমতিয়ার রহমান এর উদ্যোগে ব্যাপক কর্মসুচি গ্রহণ করা হয়েছে।
‘নিজ আঙিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে মশক নিধক ও পরিচ্ছনতা অভিযান সপ্তাহ উপলক্ষে আজ রবিবার সকাল ১১টায় আমতলী পৌরসভা চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।উক্ত র্যালীতে সকল সুধীজন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক – ছাত্র ছাত্রীবৃন্দ, সহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের স্বতস্ফুর্ত অংশ গ্রহন করেন।
র্যালি ও পরিচ্ছন্নতা অভিযনে অংশ নেন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ মনিরা পারভীন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কমলেশ চন্দ্র মজুমদার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শংকর প্রসাদ অধিকারী, ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মোঃ আবুল বাশার, কৃষি কর্মকর্তা এসএম বদরুল আলম, গুলিশাখালী ইউপি চেয়ারম্যান এ্যাডভেকেট আলহাজ্ব মো: নুরুল ইসলাম প্রমুখ।
