7:44 PM, 13 November, 2025

পলাশবাড়ীতে নারিকেল গাছ পরিস্কার কালে বৈদ্যুতিক খুঁটির বিদ্যুৎ সঞ্চালন তার স্পর্শে এক গাছীর মৃত্যু

palashbari news 1

আশরাফুল ইসলাম
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে নারকেল গাছ পরিস্কার কালে বৈদ্যুতিক খুঁটির সঞ্চালন তার স্পর্শে গাছী নুরুল ইসলামের (৬৫) করুণ মৃত্যু ঘটেছে।

জানা গেছে, উপজেলার কিশোরগাড়ী ইউপির আন্দুয়া গ্রামের মৃত নছির উদ্দিনের ছেলে নুরুল ইসলাম নুরুন্নবী অন্যান্য দিনের ন্যায় গতকাল বৃহস্পতিবার সকালে পার্শ্ববর্তি হোসেনপুর ইউনিয়নের সাতআনা নওদা গ্রামের সাজু মিয়ার ছেলে সাইফুল মিয়ার নারিকেল গাছ পরিস্কার করতে তার বাড়ীতে যায়।

সকাল সাড়ে ১০ টার দিকে পরিস্কার কালে অসাবধানতাবশতঃ গাছ ঘেঁষে পল্লী বিদ্যুতের বৈদ্যুতিক খুঁটির বিদ্যুৎ সঞ্চালিত তারের সাথে কর্তনকৃত নারকেল গাছের কাচা ডাল স্পর্শ করায় বিদ্যুতায়িত হয়ে মৃত্যু ঘটে তার মরদেহ আটকিয়ে থাকে। গাইবান্ধা সদর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সকে খবর দেয়া হলে ইনচার্জ বখতিয়ার উদ্দিন এবং থানার এসআই কৃষ্ণ রায় ঘটনাস্থলে এসে মরদেহ নিচে নামানো হয়।

একমাত্র উপার্জনক্ষম চাছী নুরুলের আকস্মিক মৃত্যুতে স্ত্রী-সন্তানসহ তার পরিবারের মাঝে শোকের মাতমসহ এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা ঘটে। সেইসাথে এলাকার পরিচিতজনদের মাঝে নেমে আসে গভীর শোকের ছায়া নেমে আসে।