প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৩, ২০২৫, ৫:১৮ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২, ২০১৯, ৪:১৭ পি.এম
ঠাকুরগাঁওয়ে আগস্টের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর ম্যুরালে স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধাঞ্জলি

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে শোকাবহ আগস্টের প্রথম প্রহরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে প্রদীপ প্রজ্জ্বলন ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে স্বেচ্ছাসেবক লীগ।
গত বুধবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে শহরের জেলা পরিষদ ডাকবাংলো চত্বরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে প্রদীপ প্রজ্জ্বলন ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
এসময় জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুনাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মুজাহিদুর রহমান শুভ, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াফু তপু, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুর ইসলাম তালাশ, সাধারণ সম্পাদক মো: পান্না সহ স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন ইউটিনের নেতৃবৃন্দ।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো বলেন, আগস্ট শোকের মাস। কিন্তু এ শোককে শক্তিতে পরিণত করতে হবে। বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার যে স্বপ্ন দেখেছিলেন, তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তা বাস্তবায়নে সবাইকে কাজ করতে হবে।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম