9:11 AM, 13 November, 2025

গোলাপগঞ্জে সিলিন্ডার গ্যাস ব্যবসায়ী সৈয়দ জিল্লুরের সংবাদ সম্মেলন

pic-Golapgonj-30-07-2019

গোলাপগঞ্জ প্রতিনিধি: জালিয়াত চক্র আমায় ফাঁসাতে নীল ষড়যন্ত্র শুরু করেছে। তারা বিভিন্ন ভাবে অপপ্রচার করে যাচ্ছে, আমি নাকি সিলিন্ডার জালিয়াতির সাথে জড়িত। আমি যদি এ অপকর্মের সংঙ্গে জড়িত থাকতাম তাহলে আইন শৃংখলা রক্ষা বাহিনী অবশ্যই আমাকে ধরতো। আমি লুকিয়ে নয়, প্রকাশ্যে দিবালোকে গোলাপগঞ্জ চৌমুহনীতে আমার ব্যবসায়ীক প্রতিষ্ঠান কল্পনা এন্টারপ্রাইজ নামে বড় ধরনের সাইনবোর্ড লাগিয়ে বৈধ ভাবে গ্যাস সিলিন্ডারের ব্যবসা চালিয়ে যাচ্ছি। আজ মঙ্গলবার সিলেটের গোলাপগঞ্জ কল্পনা এন্টারপ্রাইজের মালিক জিল্লুর রহমান সাংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ দাবি করেন।
লিখিত বক্তব্যে জিল্লুর রহমান আরো বলেন, আমি আমার ব্যবসায়ীক প্রতিষ্ঠানে কল্পনা এন্টারপ্রাইজের মাধ্যমে এশিয়াটিক স্ট্যান্ডার্ড ওয়েল কোম্পানীর ডিলার হিসেবে সিলিন্ডার সংগ্রহ করে বৈধভাবে বিক্রয় করে আসছি। সম্প্রতি গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ ও দক্ষিণ সুরমার কদমতলীতে আইন শৃংখলা রক্ষা বাহিনী অভিযান চালিয়ে গ্যাস সিলিন্ডার জালিয়াতির সাথে জড়িত বেশ কয়েকজন লোককে আটক করে। সেই সঙ্গে তাদের কাছ থেকে শত শত সিলিন্ডার উদ্ধার করে। এতে জালিয়াত চক্রের দূর্গে বড় ধরনের আঘাত লাগে। এর জন্য এই চক্রটি আমার বৈধ ব্যবসা ধ্বংস করতে উঠে পড়ে লেগেছে। তিনি আরো বলেন, এই জালিয়াত চক্রের বিরুদ্ধে গোলাপগঞ্জ থানাসহ সিলেটের বিভিন্ন থানায় একাধিক মামলা থাকলেও আমার বিরুদ্ধে কোন মামলা নেই। আমি স্বচ্ছ ভাবে ব্যবসা করছি প্রয়োজনে সাংবাদিক ও আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী পরিদর্শন করে দেখতে পারেন। যারা তার বিরুদ্ধে সড়যন্ত্র করছে তারাই বিভিন্ন প্রিন্ট ও অনলাইন মিডিয়ায় ভিত্তিহীন সংবাদ প্রচার সহযোগিতা করছে বলে তিনি অভিযোগ করেন।