6:31 AM, 13 November, 2025

সাদুল্যাপুরে ৩ দিনব্যাপি ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন

uno shadullapur news 1

আশরাফুল ইসলাম
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

“পরিকল্পিত ফল চাষ, যোগাবে পুষ্টি সম্মত খাবার”এ শ্লোগানে গাইবান্ধার সাদুল্যাপুরে আজ ২৯ জুলাই সোমবার বিকালে তিন দিন ব্যাপি ফলদ বৃক্ষ মেলা শুরু হয়েছে। উপজেলা পরিষদের সহযোগিতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহারিয়া খাঁন বিপ্লব।
পরে এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নবীনেওয়াজের সভাপতিত্বে এক আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ইশরাত জাহান স্মৃতি, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আব্দুল জলিল সরকার, খন্দকার জিল­ুর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক এসটিএম রুহুল আলম, প্রেসক্লাবের সভাপতি তাজুল ইসলাম রেজা, সাধারণ সম্পাদক খোরশেদ আলম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোফাখ্খারুল ইসলাম উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ খাজা নুর রহমান উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ সুমন মিয়া প্রমূখ।
এর আগে অতিথিরা মেলার স্টলগুলো পরিদর্শন করেন। এবার মেলায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে ১৮ টি নার্সারী অংশ নিয়ে নানা রকম ফলদ বৃক্ষের স্টল দিয়েছেন।