6:09 PM, 13 November, 2025

সাঁওতাল হত্যার তদন্ত প্রতিবেদন প্রত্যাখান গোবিন্দগঞ্জে ঢাকা-দিনাজপুর সড়ক অবরোধ ও অবস্থান

sautal news

আশরাফুল ইসলাম
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

সাঁওতাল হত্যা, অগ্নিসংযোগ, লুটপাট ও ভাংচুর মামলার তদন্ত প্রতিবেদনে (চার্জশীট) প্রধান আসামী সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদসহ গুরুত্বপুর্ণ আসামীদের নাম বাদ দেয়ার প্রতিবাদে রোববার গোবিন্দগঞ্জের মাদারপুর এলাকায় বিক্ষোভ মিছিল করে সাঁওতালরা। পরে বাগদাফার্ম এলাকায় ঢাকা-দিনাজপুর সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করে। এ সময় কয়েক শ’ গাড়ী রাস্তার দু’পাশে আটকা পড়ে। সাহেবগঞ্জ বাগদাফার্ম-ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি এই কর্মসূচির আয়োজন করে। উল্লেখ্য, আজ ২৮ জুলাই রোববার সাঁওতালদের দায়েরকৃত মামলার প্রতিবেদন গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে দাখিল করে পিবিআই।

উলে­খ্য, গত ২০১৬ সালের ৬ নভেম্বর নৃ-গোষ্ঠী সাঁওতাল পল­ীতে সন্ত্রাসীদের হামলা ও পুলিশের গুলিতে তিন সাঁওতাল শ্যামল হেমরম, মঙ্গল মার্ডি ও রমেশ টুডু নিহত হন। এছাড়া অসংখ্য সাঁওতালের উপর নির্যাতন, তাদের ঘরবাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। এমনকি আদিবাসী সাঁওতাল শিশুদের স্কুলটিও সন্ত্রাসীরা পুড়িয়ে দেয়। ওই ঘটনার পর আদিবাসী সাঁওতালরা হত্যা মামলা দায়ের করলেও দীর্ঘদিন পর মামলার যে প্রতিবেদন প্রকাশ করেছে তার মধ্যে প্রধান আসামী সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদসহ গুরুত্বপূর্ণ আসামীদের নাম বাদ দেয়া হয়েছে। ওই চার্জশীটের মাধ্যমে আদিবাসী সাঁওতালদের সাথে পরিহাস করা হয়েছে বলে সাঁওতাল নেতৃবৃন্দ দাবি করেন।
সাঁওতালরা দীর্ঘদিন ধরে এই হত্যা মামলার সুষ্ঠু বিচারের দাবীতে আন্দোলন সংগ্রাম করে আসছে। তারা আরো দাবী করে যে, অবিলম্বে এই মামলার চাজশীট সংশোধন করে থমাস হেমব্রম কর্তৃক ৩৩ জনের নাম উলে­খ করে যে মামলা দায়ের করা হয়েছে তার আলোকে চার্জশীট প্রদান করা হোক। যে সব আসামীদের নাম বাদ দেয়া হয়েছে তাদের বিরুদ্ধে ভিডিও ফুটেজ, ছবি ও চাক্ষুস সাক্ষী রয়েছে। বর্তমানে সাঁওতালদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে। এই চার্জশীটের বিরুদ্ধে তারা আইনী ব্যবস্থা গ্রহণ করবে। আগামী ৩০ জুলাই সংবাদ সম্মেলন ও ১০ আগষ্ট গোবিন্দগঞ্জে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি গ্রহণ করেছে।
অবস্থান কর্মসূচি পালনকালে সাহেবগঞ্জ-বাগদা ফার্ম ভ‚মি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাস্কের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আদিবাসী নেতা বার্নাবাশ টুডু, প্রিসিলা মুরমু, স্বপন শেখ, সুফল হেমব্রম, হবিবুর রহমান, সিপিবি গোবিন্দগঞ্জ উপজেলা সভাপতি তাজুল ইসলাম, আদিবাসী নেতা রাফায়েল হাসদা প্রমূখ।