প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৩, ২০২৫, ৫:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৭, ২০১৯, ১১:০৫ পি.এম
আমতলীতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ১৫

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনা আমতলী খলিয়ান বাস ষ্ট্যান্ডে সংলগ্ন নয়ন পরিবহণ নামে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে।
শনিবার সকাল ৯ টার দিকে পটুয়াখালী কলাপাড়া মহাসড়কের খলিয়ান বাস ষ্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল ৯ টার দিকে আমতলী থেকে কলাপাড়া উদ্দেশ্যে ছেড়ে যাওয়া যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো- জ- ২৮৭৩) আমতলী- কলাপাড়া মহাসড়কের খলিয়ান সংলগ্ন অটো রাইস মিলের কাছে পৌছলে বাসটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে পুকুরে উল্টে যায়। এ সময় বাসের প্রায় ১৫ যাত্রী আহত হন।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল বাশার বলেন, বাস দূর্ঘনার কথা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।
তবে দুর্ঘটনায় কেউ মারা যায়নি।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম