প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৩, ২০২৫, ৫:১৬ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৭, ২০১৯, ১০:৪৫ পি.এম
আমতলী গরুর হাটের সবচেয়ে বড় গরু, দাম ১০ লক্ষ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ আর ক’দিন পরেই কোরবানীর ঈদ। এই ঈদে মানুষের মূল আকর্ষণ হচ্ছে কোরবানীর গরু। সাদ আর সাধ্যের সমন্বয় ঘটিয়ে লোকজন পছন্দের পশু ক্রয় করে কোরবানী দিয়ে থাকেন।
তাই ঈদুল আজাহাকে সামনে রেখে বরগুনার আমতলী গরুর হাটে কোরবানীর পশু বেচাকেনা বেশ জমে উঠেছে। হাটের সবচেয়ে বড় গরুটি এনেছেন আমতলী কুকুয়া ইউনিয়নের মোঃ সিদ্দিক মোল্লা, আজ বিকাল পর্যন্ত আমতলীতে একটি গরুর দাম উঠেছে ১০ লক্ষ টাকা। গরুটির নাম কালো বাবু, কালো বাবুর ওজন ৩২ মন। কালো বাবুর বয়স ৩ বছর। সাড়ে ৮ ফুট লম্বা, উচ্চতা ৭ ফুট। এই বিশাল আকৃতির গরুটি দেখার জন্য বিভিন্ন এলাকার মানুষ ভির করছে।
গরুর মালিক কুকুয়া ইউনিয়নের মোঃ সিদ্দিক মোল্লা জানান, এই গরুটি কালো বলে গরুটির নাম রাখা হয়েছে কালো বাবু। কালো বাবুর বিক্রয়ের খবর পেয়ে বিভিন্ন এলাকা থেকে গরুর বেপারীরা এসে কালো বাবুর খোঁজ খবর নিচ্ছেন। আমি গরুটির দাম চেয়েছি ১০ লক্ষ টাকা। তবে এই দামেই গরুটি বিক্রি করার বিষয়ে সে খুবই আশাবাদী।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম